বজ্রপাত নিরবেই সহ্য করে আকাশ
কিন্তু বিদ্যুতের ঝলকানি সহ্য হয়না মেঘ মেয়ের
অসহ্য আলো তার রুপের সবটুকু ফাঁস করে দেয়।
হে মেঘের মেয়ে ...
এবার বৃষ্টি এলে ধুঁয়ে নিও জলচোখ
তোমার চোখের বাস্পে শুদ্ধু হবে
লাল বেনারশী-
আঁচল বেধো তুমি ঈশ্বরের ধুঁতিতে।
তাপের দহন সহ্য করো পৌষরাত
বাড়তি গল্পে খৈয়মের শায়ের জুড়ে নিও...
স্নিগ্ধ বাতাসে নিও বুক ভরা শ্বাস।
তুমিতো জান....
বাতাসে কতোট স্ফিত হয় বুক।
তালপাখার বুকের জ্বলুনী কতোটা জুড়াই বলো...
তার দোলন বাতাসে ?
শুধু বাতাসে ভেসে যেওনা...
ওম ধরে আছে যে মৌতাত,
আঁচল ছিঁড়োনা মেঘ মেয়ে।