কে
খুনি
ঘাসেরা?
নাকি তোরা?
যে হাতে ছোরা
কাটিস গর্দান।
আমরা কি নাদান?
রাজন্য করে হরণ
স্বাধীন মতের প্রদান।
প্রশ্ন জাগে তাই খুনি কারা?
মোল্লা?রাজহাস?নাকি ঘাসেরা?
মাঝে মাঝে মনে হয় প্রশ্নগুলো
পাতিহাস খেয়েছে ঐ গুগলিগুলো।
ভুলে যায় ইতিহাস বড় ভুলোমন
স্বাধীকার স্বাধীনতা যে খুব প্রয়োজন।