সাহিত্যের সমালোচনা নিছক খুঁত খুঁজে বেড়ানো নয়।কিংবা নয় পরিচিত জনের গুন কীর্তন।মত পার্থক্য বা বৈরীতার ঝাল মেটানো,তুচ্ছ-তাচ্ছিল্য প্রকাশ ,একপেশে মূল্যায়ন,লেজুরবৃত্তি,আতেলপনা বা আমি খুব জানি- বিরোধীতার জন্য বিরোধীতা, অসত্য তথ্য সংযোজন বা ভিন্ন আঙ্গিকের ব্যাখ্যা ইত্যাদি সাহিত্যের হন্তারক।
অন্যের সাহিত্যকর্মের সঠিক উপস্থাপন ও মূল্যায়ন সাহিত্য সমালোচনার মুলকাজ।সৃজন কর্মের বৈশিষ্ট্য,ধরণ গুনাগুন ইত্যাদির নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সঠিক তথ্য উপস্থাপনে তুলে ধরাই মুলত সাহিত্য সমালোচনা ।এ সবের ব্যত্যয় ঘটে গেলে সমালোচনা আর সাহিত্য পদবাচ্য হয়ে ওঠেনা।
মুল লেখা- শ্রদ্ধ্যেয় আবুল কাইয়ুম- কবি,কাব্য অনুবাদক ও সমালোচক।