এ চোখ যে ছানাবড়া
দেখে ভাব হামবড়া
এক গালে ঢোক গেলে
আস্ত এক সিংগাড়া।
লিখে কি যে ছন্দ
ভালো কিবা মন্দ
তৃপ্তি ঢেক তোলে
প্যাট খালি গ্যাস ছাড়া।
হায় পদ্য খ-সেদ্ধ্য
গদ্য পদ্য অখাদ্য
ওক তোলে ভরে গালে
গোটা কয় রসগোল্লা।
তবুও যে মারে হাক
কবি আমি লাখে এক
ঢাক কাঠি সিদ কাটি
হায় আল্লা মাশাল্লাহ।