নিকোটিনের অস্বস্তি গন্ধ ঠেলে
তোর ঠোঁটে পাই নিকোটিন পোড়া ছাই
স্যাতস্যেতে উতকটে নিঃশব্দে সুর ওড়ে
পান্তা-এ্যালকোহলের
  .....বুকের খাঁজে
পেস্তা বাদামের মিশেলে

চিরল পাতা স্বাদে বারবার ছুঁয়ে যায়
মূহুর্তিক বর্তমান
সময় জানিয়ে দেয় মানুষ বিবর্তনে
অবলীলায় বিবর্তিত আজ এলিয়ান



06 জুলাই 2015 সন্ধ্যা
স্বত্ব-সআ