এক-

কবিতার ঘরে এখন বেশ্যা ঢুকেছে
বেশ্যার দালালের অস্ত্র জীভ
কবির ঘাড়ে একদল কু-ডিমোন চেপেছে
তার চাটুকার লিঙ্গহীন ক্লীব।

দুই-

বয়োসন্ধিতে ভুল হলে
ভবিষ্যৎ যায় রসাতলে
বুড়োর ভীমরতি হয়
বয়সের মান গেলে।

তিন-

মুখে মধু অন্তরে বিষ
কোয়েল ঠোঁটে দোয়েল শিষ।