তুমি যতবার চেয়েছো পাস্তুরিত রক্তের ফেনিল প্রভা
আস্তরণ ভেদী আকর-ততবার ম্রিয়মান এ শহর কাব্য।
ঝরনা কলম দোয়াত শুকিয়েছে আদিকাল,
মহেঞ্জদারো হরপ্পার গল্পগাঁথা-ব্যাঙ্গমীর রূপকথা
আমি তৃষিত মহাকালের আদিম পুরুষ
কামাক্ষা সিদুরের মন্ত্র ধরি
বিমোহিত যোনীদ্বারে উড়াই কৈলাশ-
প্রকাশ্য সঙ্গমে।
তোর ক্রমোজম ঘেঁসা খায়বার গীরি
নিষিক্ত হয় যতবার
ভেবে নিস ছুঁয়েছে তোরই
তোর কামনার সফেদ ফেনা
আমি হয়ে উঠি কামপুরুষ- তোরই ঈশ্বর।