বাংলা কবিতা ডট কমে প্রতিদিন অনেক নতুন কবি যোগদান করে অনেক উচ্ছাস আনন্দ তৃপ্তি নিয়ে কবিতা লিখে যাচ্ছে।
নতুনের সুবাদে উচ্ছাস উদ্দীপনা ও প্রত্যাশাও একটু বেশি।
আসরে নতুনেরা অনেক ভালো ভালো লেখাও নিয়ে আসছে।কিন্তু সত্যিকথা হলো তাদের নাম ও লেখার মান না জানাতে খুব কম পাঠক- কবি তাদের লেখা পড়ছে ও মতামত জানাচ্ছে।তাতে করে তাদের প্রতি পক্ষান্তরে নিরুতসাহী করা হচ্ছে।
যেহেতু সবার সব লেখা সবসময় ভালো হয়না তাই বিষেশ একটি ধারার লেখায় ঐ ধারায় যারা ভালো লেখে তাদের আমন্ত্রন জানিয়ে তাদের মতামত চাওয়া হলে পরবর্তি লেখার মান ভাল হবে বলে মনে হয়।যেমন ছন্দের কবিতা- বিমুর্ত কবিতা ইত্যাদি ধারায় লেখা -ও ঐ ধারায় যারা ভালো লেখে তাদের আমন্ত্রন জানানো।
তাছাড়া এতে আসর আরো জম জমাট হবে বলে বিশ্বাষ।
তাই আমন্ত্রন জানানো উন্মুক্তের বিষয়টি মাননীয় এ্যাডমিন সহ সকল কবির দৃষ্টি আকর্ষন করছি।