বিস্তৃত ঢেউয়ে ভেসে যায়,ডাকেনি তোমায় এসো দোল খাও।
অতল স্পর্শ করে এক সমুদ্র জলের
অনাদিকাল তৃষ্ণার-
তবু বোলেনি,একফোঁটা জল চাই।
আমি শিকারী আর্য পুরুষই রয়ে গেলাম,
পাতায় ঢাকা শিশ্নের নীল শিরা ফুঁসছে দেখ,
শহরের অলিগলি তোর-
খুঁজে পাই এক পৃথিবী আদিম মানবীর কফিন।
মানবী মানেই তুই
আমার এক জনমের আরাধ্য পৃথিবী।