কবি- আমি আপনার কবিতায় মন্তব্য করেছি,তাই কবি এলেন দয়া করে আমার লেখার মন্তব্যে- দেনা শোধ।
আমি লিখিনা,লিখতে পারিনা বোলে।
কবিতার আসরে পড়ছি বছর খানেক।সুক্ষভাবে বদলে যেতে দেখেছি কবিমন,কবিতার ঢং,ভাব,মন্তব্য।
স্পষ্ট করে বলতে পারি আরো -কিন্ত বিড়ম্বনা না বাড়ুক।যারা আসর কে ব্যাক্তি স্বার্থে ভাল না বেসে কবিতার জন্য আসর কে ভালবাসে তারা জানেন গত এক বছরে এ আসরে বদলের ইতিহাস।
অন্যের লেখা আপনার চেয়ে ভাল-মন্দ হতেই পারে।
আঙ্গিক কবিকে নয় -কবির লেখার মানে তাকে মুল্যায়ন করুন।
বাকা চোখে নয় সোজা চোখে তাকান।
কবিতো সেই যে কাব্যকে মূল্যায়ন করে-আর কাব্যের জন্য কবিকে।
মন্তব্য- দায় মেটানো মন্তব্য নয়,কিংবা উদ্দেশ্যমুলক মন্তব্য থেকে বিরত থাকুন।মুক্ত বোধের কবি হোন।সময় আপনাকে বিচার করবে।
কোন ভাল না লাগা লেখাকে ভালো বলা মানে ঐ কবিকে ধ্বংস করা তার কাছ থেকে আর ভালো লেখা না পাওয়া।
তবে মন্দ বললে কেন তা মন্দ,স্পষ্ট করে বলুন -প্রয়োজনে কি করলে ভালো হতো তা দেখিয়ে দিন।
আর কবি আপনিও তৈল নয়,আলোচনা হজম করতে শিখুন-লাভ আপনার।
তেলবাজদের থেকে সাবধান।
মনে রাখেন আপনার সব লেখা মান উত্তীর্ণ নাও হতে পারে।
আপনি ভাল লেখেন এটা চাই,কিন্ত অহংকারী হোন চাইনা।