জোছনা আসে নরোম আদরে,
ঘরে-
চেয়ে থাকে শীতলপাটি
মৃদু ডাকে হাতছানি মায়া।

ডুবেই মরলো জলে গঙ্গা ফড়িং,
বিলাসী জলের সাতকাহন।

গল্প রাতের উপমা প্রতিপাদ্যে
অধ্যায়ের যোগসুত্র।