সেই সাথে বাড়তে থাকে গোবরে পোকার আর্তনাদ
মুষড়ে পড়া দুপুরে
পরিখার মানচিত্র হাতড়ে ফেরে মরুপথিক
রপ্ত করে হাবুডুবু স্নান বিদ্যে
আর স্নায়বিক অধ্যায় শেষে মিনারের পাদদেশে বৃষ্টির রূমঝুম
অবোধ্য সুরের মুর্ছনায়
রূপকথার শেষে জেঁকে বসে অবসাদের ছাঁয়া...