ঠিক এভাবেই
রপ্তকরে ফেলি দহনে টিকে থাকার
আত্মপ্রবঞ্চনার শব্দাবলী
শীতরাতে একাকী টিকে থাকার কৌশল।
ভালোর বিপরীতেই
বেশ ভাল থাকি ...
তোমার বিপনন সন্ধ্যায়...
চোখ বুজি
রাতের মানচিত্রে...
জন্ম জড়ুল ছুঁয়ে
উরুই আঁকা
চুমুর ট্যাটুরা কতোটা ভুলেছে শিহরন
নাকি শিখছে আজো
উল্কির পরে উল্কি আকার দহন
আমারই মতন...
১৬জানুয়ারী২০১৬