ভুলে গ্যাছি নৈর্ঋতের বিপরীতে কি ছিল
ওখানেও কি দিকভ্রষ্ট উড়াউড়ি
চাঁদের গ্রীবা, গন্ধম নদী
বাঁশের ঝাড়ে ঝুলে থাকা মাকাল পাহাড়
শুন্যতা ছিল না কখনই
শুধু মিথ্যেময় জানালা খুলে গেলে
সিংহদের জলপানে,তেষ্টা মেটায়
হাওয়ার অন্তরীপে ভাঙতে থাকে এস্কিমোদের ঘর
মিথুন অন্ধকারে ঘুমের ছায়াদের ভক্তিময় সিজদা
নৈর্ঋতের ক্ষয়ে শুরু হয় জলভাসি জীবন
পূর্ণতার প্রতিকী হাওয়ায়
রং বদলের অন্ধকার