আবার যাব পাঠশালাতে
শিখতে অ আ ক খ বই
পন্ডিত মশায় রোজ পড়াত
আদর্শলিপির ছড়া বই।
সবখানে খুঁযে ফিরি
আদর্শ লিপি নাই
কোথা গেলে বল দাদা
আদর্শ লিপি পাই।
তুমি কি জানো দাদা
আদর্শ লিপি কি
যা দিয়ে জীবনের
অ আ ক খ লিখি
যদি ষড়রিপু জীবনের অনুসঙ্গ হয়
কেন নিষেধ করো লিখতে কবিতায়
সজ্ঞা ও প্রজ্ঞায় এসব আছে মিশে
কবিতা যে কবির জীবন অবশেষে
কবিতার ভাবনা হয় কবির দর্শন
নৈতিকতা কী ষড়রিপু করে বিসর্জন
আত্মা ও স্বত্তা কী কাম মোহ বাদে হয়
কবিতার প্রথায় লেখা নিশ্চয় বাধা নয়
কবিতো মিথ্যেবাদি কবিতায়ও মিথ্যাচার
ভালবেসে সবই চাই এই কী ন্যায় আচার
ভালবাসা মিথ্যে কথা চোখে ধুলো অবিচার
সবই চাওয়ার গভীরে আছে লুটেরার অনাচার
ভালবাসা কাব্যে লিখি বাধ সাধেনা কিছু
আদর্শ লিপির দোহায় দিয়ে ছুটছি পিছু
সব তথ্য সত্য নয় বিবেধ দর্শনে
আদর্শ লিপির পাঠ শিখি সজ্ঞার দর্পনে
বিদ্র : প্রথম চার লাইন কবি রইছ মনরমের কবিতার ভাবনা অনুসরনে।