সে।মা।হবার প্রাক্কালে সে।
উল্টে পড়ে। ভয় ভয়।আনন্দে।

স্ব-অচেতন। ছায়া ছায়া।মায়া বাড়ায়।
হরেক রকম পেস্তা রংয়ে।

জ্বলজ্বলে জল তেষ্টায়।
জল।সে চেনে।
হাটুজ্বল।কোমর জল।
উজান।জোয়ার।
ভাটা।ক্লান্ত সে।

তার।
চেনা।তার জিব্রাল্টার।
সে জানে
নাবিকের যাত্রাপথ।
জলপথ।ঘুমু ঘুমু চোখে চোখানির যাতাগাত।
স্যাতস্যেতে দেয়ালের ক্ষরণ।

তার সুচিতি।সে।মানুশিল্পী।