ক।
সে জানে এটা প্রেম ছিল অথবা
প্রেম ছিল না
মুলত বিসর্গ বুঝতে চাওয়া মিহিন রাত
মেরুন ধুয়ে নেই রোজ
বিসৃতি সব
নদীর পাড় জুড়ে মলিন অভিশাপ...বিসর্জন
রোজ রোজ ভেসে যায় ফড়িং ঢেওয়ে ...
খ।
সব শেষে সে অসুখের নাম লিখলো ঘুণপোকা
বৃত্তের ঢালে মেরুন ক্ষয়
ছোপছোপ হরতন লেপ্টে দিয়ে আঁকা হল বৃষ্টির মোহনা
সেখানেই শব্দের ভাষান্তর
আলেয়ার বাঁকে
এখানে আর কখনও শীতোষ্ণ অথবা বসন্তের সমীকরণ করা হয়নি...