সবদিক ভেবে দেখি পথচারির হুস নাই
এলোমেলো পদছায়া জলঢোড়া তোলে ফনা
সব বোঝা এক মাথা আশ্বিনের ভোর পথে
এ্যাপোলোর জ্ঞান ঘরে পন্ডিতের শেষ নাই
সব দিক ঠিকঠাক পকেটটা কুপোকাত
ডেমোক্রাট ফাকা বোল হিপোক্রাট তনু মন
হরিবোল তবলায় কাঁখ ভরা কলসের
মুখছবি প্লাটনিক প্লে-টোরই রসনায়।
ঝরঝরে বুলি ঝরে নম:নম: ধুলিপথ
বুলবুলির ঝুটখোলে মুঠোভাত খুটে খায়
কেঁপে ওঠে ডালপালা শিরি্ষের বনজুড়ে
ভোর পথে চোখ খুলে কোটটাই বাজিমাত
কলমের কালিমাখে আঙুলের ফাঁক গলে
গানিতিক কিউবিকে ইটারনিটি জ্যা কষে
ফুটনোট ফুটে ওঠে ঘুটঘুটে ইটারনাল
সুখতলা ভিজে যায় চৌরাশির হালচালে
বুলেটিন রাজনামা কাকনামা জলসায়
পুড়েপুড়ে পালছেঁড়া ঠেকহীন পানসির
ঢাকঢাক গুড়গুড় প্রজাপতি হুলোমথ
লাটশাহী লাটেওঠে হেটে যায় বনসাই