কিছু নীল জমে আছে পাখির পালকে
মালাক্কায় বসে থাকা শ্বেত পাখির শব্দগুচ্ছের যে নাম দিয়েছিল মাদুরা নেহা
আকু ছিন্তা কামু শব্দঈ আজকাল বহুজাতিক বেনিয়ার বাজেয়াপ্ত বর্ণ তালিকায়।
কাঞ্চনজঙ্ঘার সিথি গলে নিহারিকা ছুঁয়েছে নেহা...
বুড়ি গঙ্গার ঢেউয়ে ভাসছে নীল মাখা পালক...
( এটি সাময়িক পোষ্ট)
নোট: মাদুরা -ইন্দোনেশীয় উপজাতি
আকু..... কামু: আমি তোমাকে ভালবাসি
।