একঃ-

কতো মহাকাল পাড়ি দিয়েছি!!
না আজ আর মনে পড়েনা.....

দীর্ঘশ্বাসের উত্তাপে শুধু উড়ে যায় সাগরের নুন-জল
চোখের নুনে তাই আর চোখ পোড়েনা.............

শুধু ফয়েরবাখের তত্ব যন্ত্রের সাঁকো গড়েনি বলে
কার্য-কারনের টানাপোড়েনে স্বপ্ন পুড়েছে
বুকের হাহাকার গুলো তাই সাগর পাড়েই আছড়ে পড়ে
জলের বিলাপে............

সাগরের নুনে আজ আমি পুড়ি
চোখ পোড়েনা.......


দুইঃ-

এই আমি প্রতিদিন সকাল জাগি
উদ্বাস্তু সকাল ............. ছুঁয়ে থাকি অবসাদ
আমি আর এক জীবনের অংকসুত্র শিখে নিই
অসম সমীকরণ আর জীবেনর জৈবিক রেখা
এক এক করে সকাল বিকেল আর সন্ধ্যের পাঠ নিই
আত্ম-সম্মোহনে তোমাকে পড়ে ফেলি কতকবার
অতঃপর রাত নামে বীজগনিতের সুত্রে......
আমি একা হই একা থাকার ঐকিকে......
একা থাকতে হয় ঘোর ঘুমের প্রানান্ত প্রচেষ্টায়....


তিনঃ-

হয়ত অনটন চলছে মায়ার
ভাগফল শেষে শুন্য
ফ্রেম লটকানো বুকে ভাগফলের
মায়ার নামতা খোঁজে দিকচিহ্ন।
পথহারা বলয়ের ভাঁজে দিন চিহ্নত হয়
ঢেকুর উগরায় প্রেম প্রেম বক্তৃতার উঠোন
আর কিপ্যাডের টুংটুং বাজনায়।
মা-ভালবাসা দিনের মাইক্রোচিপস
বিক্রির বাজারে সময়ের দৃশ্যধারী
যদিও সহজ,সস্তা বিনিময়।
কি বলবে তুমি-আমি
রকমফেরে একই কঞ্জুস ক্রেতা।