এখানে শেষবার যখন জোনাকির জলসা বসে
দখিনা হাওয়ায় ভেসে আসে তার রূপকথা
সেই গল্পের গলিপথেই ছিল কবিয়ালোকের মায়াবি হাতছানি...
মোহাবিষ্ট আমি সহসা সেটে থাকি কাঁচপোকা
কিছু রূপসী শব্দের কোল ঘেসে
শব্দেরা দল বাধে...
তার রাতনুপুরে ঢুলুঢুলু আমিও শিখে ফেলি মুদ্রা
ঢেওয়ের সিঁথিতে স্বপ্নদের ঘুমপাড়ানি সুর
কাজলাদিঘীর পাড়ে বসতিগড়ার দীঘল সুচি
এরপর ব..হু..কা..ল
এ শহরে সন্ধ্যে ফোটে মালতির হাসিতে
পথের ব্যবধানে যেবার অশ্বখুরের ঘুর্নিধুলো অযাচিত বদলে দিল স্নিগ্ধ সলক
বহুগামিতার ক্লোন লেপ্টে দিল রামধনুকের পৃষ্ঠায়
সেবারই জেনেছি সাতরঙা পথের ঠিকানায়
সমকামি স্বাক্ষর
নগ্ন উল্লাসে জোটবাধার সন্ধিনামা
বৃত্তবন্দি কবিতার মুখে মলিন অসুখ
তার পাঁজরের খু উ ব ভেতরে
ইফিলিস বর্ণ
বদ্দে বাড়ির হাওয়ায় ভাসছে জুজুবুড়ির গল্প...