পথের গল্প পড়ে আলোপিছে জোনাকী
দেয়ালে কান পেতে

নদীদের যৌবনবতী হওয়ার শ্লোক
ক্রমশ দীর্ঘ হওয়া ছায়ার বাঁকে

একবার জলকন্যার সঙ্গমে যে উদয়াস্তের ঢেউ জেগেছিল
তার স্মৃতিলিপি বিসর্জনের পাড়ে
তার ঠোঁট থেকে ঝরে পড়া রোদ পুড়ে যায় প্রেমের পৃষ্ঠায়

এই মৃত্যুর দৃশ্যাবলিই আমাকে বরাবর সঙ্গম থেকে বিরত রাখে

একলা রাতে স্বপ্ন খুঁজি
রাত পালানো প্রেমের জ্যামিতিক বিসন্নতায়

একদিন ভোর কুড়োবো
রাতের অধ্যায় লেখা পিথিয়াকে পড়বো বলে