আড়ালেই থেকে গেছে,
   স্বরবৃত্তের মায়া।
        খয়েরী বৃত্তচাপে।
খেজুর পাতার মোহে শান্তিনিকেতন।

   সবুজের ছায়া।
       শীতল অনুরাগে।

মুখ ডুবালো বাঁশের কড়া,
জলঝরা চোখ ছানাবড়া।

কৃষ্ণচুড়ার লাল ঝরেছে,
   কমলালেবুর কোয়া।
       তিরতিরে অনুভবে।