খুব দুঃখ চাই
ঋতুই ঋতুই যখন অস্থির বৃষ্টি
পার্বন পাড়ি দেয়

পৈত্রিক ক্ষতে ক্রনিক অক্ষরগুলো যখন ঢেকে থাকে মেঘারঙ শাড়িতে,
তখন হেমন্তের শহরজুড়ে পৌষের অনুশাসন
শিউলির স্পর্শে আশ্বিনি রাতের তিরতির কেঁপে যাওয়া বকুলের হাওয়া

একটা গোলাপ নেবে
কুঁড়ির চুমুর মুদ্রা

                    দেখ...
পাপড়ির গোপনে লুকিয়ে রাখে
জীবাশ্বের জেগে উঠা বিস্ময়
প্রাচীন শিল্পে প্রাণের রুপান্তর

সমুদ্র জলে একাকার নীলাকাশ
আশ্বিনি হাওয়া দোলে ফেনিল ঢেউয়ে


একটা গোলাপ দেবে
কুঁড়ির সকাল