স্বপ্ন
অব্যয়
সর্বনাম
ঘুম এবং বিছানার একান্নবর্তী শহর
রোদ্রের ছায়াপথে অন্ধকার
গোধুলির ভিজে রঙ...
পৌষ পাড়ি দেয় দূ উ রে
মাঘের নিবু নিবু বাতাসে গজল ভাঙ্গা সুর
ছেঁড়া ছেঁড়া কুয়াশার গলি পথের শেষে -
শিশিরের যৌগ কষে কেউ কেউ ...
অমলের হাকডাকে ভেঙ্গে পড়ে গোয়ালার চাঁদ...