১১.

এভাবেই বাচি... আটপৌরে
রোজ পুড়িয়ে ফেলা অস্থির সমর্পণ
যেখানে জড়িয়ে থাকে মেঘ জড়োয়া বর্তমান
কুয়াশার দূরত্বে ...

এখানেও ভাসে কেউ কেউ
জলভাসা বালিহাঁস
সন্ধ্যে শহর হাওয়ায় হাওয়ায়
নিওনের হলুদ কার্বনে

এই এখানে হাওড়ের ঘ্রাণ ধুলো জলে
প্রতিক্ষার আয়োজন গভীর অন্ধকারে
রসাতলে যাই  স অ ব
অবশেষে ...

উড়ো গানের পংক্তিতে
পুড়তে পুড়তে ভেসে যাই সহজে

১২.

এখানে
শুয়ে আছি রাত্রির  প্লাটফর্ম
অস্থির রাগ বাজছে শব্দের অনুগত সানাই

উড়তে উড়তে ডানাহীন ঝিঁঝিঁ
কড়িমা ছুঁয়ে চায় শুদ্ধ চুমুর উচ্চতা
গজারুর ঢেউয়ে ঢেউয়ে বনবিবির
খসে পড়া আঁচলে বাজে মাখনের পূর্বরাগ

ভেজা স্ট্রবেরী অবিকল শ্যামার ঠোঁটে
শতক উৎযাপনের দামামায় লুকিয়েছিল
আধারের ভাজে
এবং এক পুরুষ শীৎকারে