তিনি কাদলেন...

ভাংগা রাস্তা,
ভাংগা  শহর রেল পথ দেখে

রাস্তা কথা বলছে, রাজ পথের  স্লোগানে
শোষণ আর শাসনের বিরুদ্ধে

তিনি হাসছেন...

পোশাকী কুকুরের রক্ত ঝরানোর কুশলতায়
রক্ত পেয়ালায় মৃদু মৃদু চুমুক শেষে

ভাগ শেষে  আমি রাজাকার হলে
তুমি স্বৈরাচার

খাদ্যাভাস....

জানি তুমি রক্তপায়ী হতে
কতটা মাংসাসী হয়ে উঠেছো

হত্যা যঞ্জের প্রতিটি মৃত্যু একেকটি যুদ্ধ ঘোষনা পত্র
তাদের ঝরানো রক্ত ইতিহাসের দলিল
শ্রেণী সংগ্রামের রক্তাক্ত বিপ্লব
রক্তে আগুন লাগার ক্রোড়পত্র

জেগে থাকা রাজপথ স্বাক্ষী
এ গণহত্যার
লুকিয়ে রাখা প্রতিটা গণকবরের

১৬ই জুলাই ছাত্র হত্যা  দিবস
মাথা সোজা করেই ঘোষনা করছি
রাজ পথের স্লোগানে
কবিতার  প্রতিটি রক্তাক্ত শব্দে

জাগ্রত বিবেক

"বিচার চাইতে আসিনি
ঘৃনা জানাতে এসেছি"

চলো যুদ্ধে যাই…..