পাপড়ি জুড়ে শিমুলের রঙ
ফাগুনের হাওয়া দুলছে খেয়ার পালে
মোহনার নদীতে বানের জল ফেপে ওঠার মধ্যে দুরত্ব কমছে সময়ের.…
খেয়ার খেয়ায় পালে হাওয়ার কাঁপন
ঢেওয়ে ঢেওয়ে জলের দোলায়
জোয়ার গড়াতেই থিতিয়ে আসে নদীর জীবন...
গান বাজছে বসন্ত হাওয়ায়... দূ উ রে...