এসো বিজয় লিখি
লিখি বাঙ্গালী লিখি গান
মাছে ভাতে বাঙ্গালী লিখি
লিখি নদীর মরা বান
এসো পাখি লিখি
full লিখি বর্ণ ভুলে
লিখি আকাশ বাতাস
ঘাস পাতা
বর্ণমালা বাংলা লিখি
লিখি sadhinota
এসো মুজিব লিখি
তার মত বুকে রাখি
এসো শুনি পেতে কান
সাতই মার্চের ভাষন
"তোমাদের যা কিছু আছে...
মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ"
এসো মুজিব শুনি
তার আদর্শ মানি
এসো বিজয় লিখি
লিখি স্বাধীনতা।