বেঁকে গ্যাছে বৃষ্টির পাজর
বাতাসের বুক জুড়ে হোমারের ওডিসি
এক মুঠো বৃষ্টি বাজুক
এক পশলা মেঘ
উদাস হাওয়ায় যাকনা ভেসে
সকল উদ্বেগ
ট্রয়ের দেওয়ালে আছড়ে পড়ে গান
হেলেনের প্রেম
এখানেও হায়েনাদের জুতবাধা চোখ
পুড়াতে চাই মিহিন বাতাস
মেঘে মেঘে পথ শেখায় রামধনু
রোদ-বৃষ্টির উষ্ণ ঠোটে প্রেমিক পার্বন...