এই ব্লগে আমি দীর্ঘদিনের একজন নিয়মিত পাঠক। সে অভিজ্ঞতার আলোকে জানি এখানে অনেকেই আছেন যারা বাংলা ভাষা, তথা ভাষারীতি, ব্যকরন,ইতিহাস অর্থাৎ ভাষা সম্পর্কিত বহুমুখী জ্ঞান রাখেন।

প্রকৃত পক্ষে যা আমি মৌলিক প্রশ্ন বলে মনে করছি সেটি আদৌ মৌলিক কিনা আমি তাও জানিনা। বুঝতেই পারছেন আমার জানার দৌড় কতদুর।
তবু জানতে ইচ্ছে হয়।নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি কৌতুহল মেটাতে।

যারা জানেন তাদের কাছে বিনয়ী আবেদন আমার প্রশ্নের কৌতুহল নিবৃত করতে কার্পন্য করবেন না।

"য়" ই+অ এটা কি স্বরধ্বনি/ স্বরবর্ণ?

কেন নয়?

আসরের সবারই মঙ্গল ও আসরের সমৃদ্ধি কামনা  করছি।

ধন্যবাদ।