কিছু বিপন্ন মেঘ হেটে যায়
উদ্বাস্তুপুনর্বাসন নিউক্লিয়াসে
হাওয়াদের আঙুলে স্বপ্ন লুকিয়ে
বিষন্ন অমাবস্যা বর্ষ ধরে
"আমি একটি
আনন্দ হত্যা করবো বলে
একটি প্রত্যাশা চুবিয়ে ধরি"
ধীরে ধীরে সে জীবনের জন্য দাপাদাপিতে নিস্তেজ হলেই
একটি আশার সমাপ্তি
একটি স্বপ্নের মৃত্যু
এ মৃত্যুই মুলত উদ্বাস্তুদের ঠিকানায় ফেরার পর্ব
আর
হত্যা যজ্ঞের সূচনা অধ্যায়...