অ-হীন লিখে ফেলি অতএব
স্বরবর্ণের মাত্রাহীন মায়া কাটিয়ে...

গতিপথ 'রুদ্ধ' করে বিশেষ বিশেষন হয়ে উঠার প্রাক্কালে
লিখে ফেলে এ যুগের 'রবি"

একচোখে ছানি...
তবু অত:পর এর বিসর্গ  খুঁজতে গিয়ে
সন্ধার প্রায়ান্ধকারে কবুতরের লেজ ধরে কানামাছি...
ভাবে ভূ-স্বামীর খাজনার ধান খেকো "বুলবুলি"

ঠোঁটে চন্দ্রবিন্দু ঝুলিয়ে স্বচ্ছ জলে সহসা দেখে ফেলে কে যেন ফোকলাদাতে হাসির
"অপচেষ্টায়"

এখানে অন্যতমের অ উচ্ছেদের পায়তারায় জনৈক শিক্ষাবিদ
রামায়নের সাতকাহন লেখে "মহান কবি"
( তাহাতে ইন্দ্রজিৎ পর্ব ঠিকঠাক লিপিবদ্ধ রহিয়াছে বিধায়...
কাক ও অবাক পর্বে মহান ও রবি ব্যাঞ্জনবর্নের ব্যাঞ্জনে তৃপ্তির ঢেক তুলে যুদ্ধ ঢাক...)

অন্যতমের অ এ অযোদ্ধার যুদ্ধপর্ব...

রাবননিধন পর্বও লেখেন কবি বাল্মিকি...

মূলত অ এর অস্থির সংবিধানে
অ এর স্থির মাত্রায় মেঘদূতে ছায়াফেলে ইন্দ্রজিতের জীবাশ্ম...