ভালবাসার আগুন জ্বালিয়ে
তুমি চলে গেলে,
ভালবেসে আমায় তুমি
রেখে গেলে ফেলে।
কি যে অপরাধ আমার
কিছুই বলে গেলেনা,
কেন এমন করলে?
করলে এমন ছলনা।
তোমার ভালবাসার আগুনের
পাচ্ছি আমি তাপ,
ভাবি আমি একান্তেই
কেন দিয়েছিলাম ঝাঁপ ।
মনের ভেতরে আগুন
সর্বদা আমার জ্বলে ,
জানি তুমি আছ ভালই
আমাকে গেছ ভুলে।