উদ্যত তোমার দিকে
হাজার হাজার গুলি,
পাড়ি দিবে কিভাবে
কষ্টের এই দিনগুলি ।
অন্যায় করছে সব
ভাল থাকবে কিভাবে?
প্রতিবাদ তুমি করলে
ইজ্জত তোমার যাবে।
করে যাও পাপ
কিছুই তোমার হবেনা,
করবে তোমার বন্দনা
পাবে লাল গালিচা সম্বর্ধনা ।
সাহস নিয়ে চলা
আজ বড় কঠিন ,
জানিনা কবে আসবে
সুন্দর শুভদিন ।