তোমায় খুঁজে বেড়াই আমি
এখানে সেখানে
খুঁজে আর পাইনা
অভিমানে চলে গেছ দূরে।
অলি গলি আমি খুঁজি
মনে হয় খুঁজে পাবো হঠাৎ
কিন্তু আর পাওয়া হয়না
ক্লান্তই হতে হয় শুধু।
কোথায় হারিয়েছ তুমি আজ
কিসের এতো অভিমান তোমার
চলে এসো তুমি প্রিয়তমা
চলে এসো তুমি আমার কাছে।