নিবিড় শ্রাবণে তোমাকে পেতে চাই
পেতে চাই কোন অচেনা ষ্টেশনে ,
দুজনে হাঁটতে চাই সাগরের নীল জলে
পেতে চাই বহুদূরের পথে দুরন্ত ট্রেনে ।
বিধ্বস্ত ঝড়ের পর আমি পেতে চাই
পেতে চাই পাহাড়ের চুড়ায় হিম শহরে,
আকাশকুসুম কল্পনায় পাশে পেতে চাই
পেতে চাই আমি গভীর নিরব অন্ধকারে।
মুখরিত জীবনের চলার পথে পেতে চাই
পেতে চাই তোমাকে গভীর হতাশায়,
পেতে চাই শীতের শুকনো হিম রাতে
পেতে চাই তোমাকে দুরন্ত বর্ষায় ।