তীব্র শীতে অসহায় শিশু
ফুটপাতে বসে কাঁদে ,
কোনভাবে দিন চলে যায়
কষ্টে তাদের দিন কাটে ।
একটু খেতে পেলেই তারা
মেতে উঠে উল্লাসে,
এসব দেখে কবি মনে
কখন যেন কান্না আসে।
কেউ ভাবেনা ওদের নিয়ে
পায়না কেউ ব্যাথা,
সবাই আছে নিজেকে নিয়ে
কিভাবে শুনবে তাদের কথা।