অসীম আলোর মত সুন্দর একটা দিন
কেটে গেল আরেকটা ঈদ সুন্দর রঙিন
পবিত্র মাস শেষে এল আনন্দের এই দিন
চোখের পলকে চলে গেল স্মৃতি অমলিন ।
আবার একটি বছর ,আসবে ঠিক এমন দিন
নতুন করে উঠবে জেগে আবার মোদের প্রাণ
ততদিন অধীর প্রতীক্ষায় বসে থাকবে এই মন
প্রতীক্ষায় থাকবে সবাই, অপেক্ষা করবে সর্বক্ষণ । (২৬/৬/১৭)