সুখের শেষ আছে
মানুষ যখন সুখে থাকে
ভুলে যায় দুঃখের কথা,
মানুষ যখন আনন্দে থাকে
ভুলে যায় মনের ব্যথা।
সুখ আর দুঃখ পাশাপাশি থাকে
কখনো দুঃখ আবার কখনো সুখ,
এর কোন ব্যাতিক্রম নেই
শুধু সুখের তরে হবেনা উন্মুখ।
শুধু সুখ চিন্তা করলে
কেবল দুঃখই পেতে হবে,
শুধু হাসি পেতে চাইলে
কেঁদে তোমাকে যেতেই হবে।