সুজাতাকে অনেকদিন পর দেখলাম
অনেক সুখী সুখী চেহারা হয়েছে
আমাকে ছেড়ে আজ সে ভালই আছে
আমিই শুধু হেরে গেলাম তার কাছে ।
সুজাতাকে অনেকদিন পর দেখলাম
তার রিকশায় আজ অন্য কেউ
সেখানে একদিন ছিলাম আমি বসে
অন্য কারো সাথে আজ সে বসেছে অনায়াসে।
সুজাতাকে অনেকদিন পর দেখলাম
অনুভব করলাম আজও পুরনো সেই টান
আজও থেকে গেছে ঠিক সেইভাবে
বুকের ভেতর জমেছে কেবল কিছু অভিমান।