সময় চলে যায়
আমি দাঁড়িয়ে থাকি একা
স্রোতের বিপরীতে
অনেক ঝড় বয়ে যায় আমার উপর।
সময় চলে যায়
আনমনে অগোচরে
একদিন আস্তে আস্তে বড় হয়ে যাই
মেনে নিতে থাকি সবকিছু।
সময় চলে যায়
চলে আসে নতুন খারাপ দিন
আমি মেনে নিতে বাধ্য হই
এভাবেই শুধু সময় চলে যায় ।