স্বপ্ন সব মুছে যায়
ঘোলা হয়ে যায় ধীরে ধীরে
আবার স্বপ্ন দেখি আমি
আবার বাঁচি স্বপ্নকে ঘিরে।
দিন যায় মাস যায়
স্বপ্নও কিভাবে বদলে যায়
পুরাতন স্বপ্ন মুছে যায়
নতুন স্বপ্ন বাঁচার ইচ্ছে জাগায়।
স্বপ্ন দেখা আর বাস্তব
দুয়ের মধ্যে থাকে ব্যবধান
সব কিছু ফেলে দিয়ে
আসে নতুন স্বপ্নের আহবান।