ধ্বংসের পরে আবার জেগে উঠবে
সবাই তখন গাইবে জয়গান,
নতুন এক সভ্যতা আসবে
সবাই মাঝে জাগবে নতুন প্রাণ ।
ভুলে যাবে সব হানাহানি
সূর্য নিয়ে আসবে নতুন আলো
অন্ধকার দূরীভূত হয়ে যাবে
আসবে তা, যা কিছু সব ভালো ।
সুখে থাকবে মানুষ সবাই
চলে আসবে আনন্দের মিছিলে,
এক নতুন সভ্যতা আসবেই
চলে আসবে সবাই দলে দলে।