শিখেছি অনেক কিছু
অনেক জায়গা ঘুরে,
দেখেছি অনেক কিছু
অনেক অনেক দূরে।
ভরে গেছে মন
কেটে গেছে সময়
শিখেছি অনেক কিছু
ভয় করেছি জয়।
শিখেছি এই সত্য
জীবন বড় সুন্দর
বেঁচে থাকা সুন্দর
সৃষ্টির সব সুন্দর।
আরও দেখতে চাই
আরও শিখতে চাই
ঘুরে দেখতে চাই
এরকমই থাকতে চাই।