শেষ বিকেলের রোদে
কি যেন ভাবনা আসে মনে,
ফিরে যেতে চাই আমি বারবার
সেইসব রঙিন দিনে।
নদীর ধারে সেই গোধূলি সময়
আমি ভাবলেই আবেশিত হই ,
কেমন করে সেসব দিন চলে গেল
আমার গল্প করার সেসব সাথীরা কই ?
শেষ বিকেলের রোদে আজকাল
বড্ড হাহাকার হয়,
বারবার সেসব স্বপ্নিল দিনে
মন আমার চলে যায় ।