স্রোতস্বিনী নদী এখানে ছিল একদিন
আজ সেখানে ধানের চাষ হয়,
শ্মশানের মতো মনে হয় নদীকে
ছন্দে চলা সেই নদীর পাশে বসতে ইচ্ছে হয়।
দুরন্ত নদী ধীরে ধীরে মরুতে পরিণত হয়
স্বপ্ন মরে যায় , নেমে আসে হতাশা,
শুভ্র ভোরে সেখানে যেয়ে কান্না পায়
দুরন্ত সেই নদীর জন্য থাকে অফুরান ভালবাসা ।