সেই নারী আজ
কোথায় যে হারিয়ে গেছে
ছিল সে খুব ছন্দময়
কিন্তু আমার জীবনের সব ছন্দ
সে হারিয়ে দিল।
আলো ছায়াময় সে নারী
কথা বলত সুন্দর ভঙ্গীতে
হাসত সে প্রাণ উজাড় করে
কোথায় সে আছে কে জানে?
ভাল আছে নিশ্চয় তার মত করে।
আবেগের নদী ছিল সেই মেয়েটি
একটুতেই করত অভিমান
বারবার ভাঙ্গতে হয়েছে আমার
আবার আপন করে নিয়েছে সে
আজ কোথায় সে কে জানে??