কি দোষ ছিল মেয়েটির?
বাঁচতে সে চেয়েছিল
আর দশটা সাধারণ মেয়ের মতই
কুত্তারা বাঁচতে দিলনা
স্বপ্নগুলো সব ট্রেনের নিচে চলে গেল।
যে বয়স ছিল পুতুল খেলার
সে বয়সেই দেখল হিংস্রতা কদর্যতা
নিষ্পাপ মেয়েটিকে হায়েনারা বাঁচতে দিলনা
এই ছোট ক্ষুদ্র জীবনে
অভিমান নিয়ে চলে গেল।
মাঝে মাঝে খুব হতাশ লাগে
এইসব শুকরছানাদের সাথে বাস করতে
অনিচ্ছায় তবুও বাস করতে হয়
তারাও দাঁত কেলিয়ে অট্টহাসি হাসে
আমরা চোখে অন্ধকার দেখি।