"বন্ধুরা আমাকে সাহসী বলে
কেন বলে আমি তা জানিনা
আমি কোন সাহসী কাজ করেছি কিনা
আমার মনে পড়েনা।
তবে একটা বিষয়ে আমি নিশ্চিত
আমি সবসময় সত্য বলার চেষ্টা করেছি
যা দেখেছি তাই লিখেছি বা বলেছি
মিথ্যার আশ্রয় কখনই ছিলনা তাতে।
আমার পরবর্তী প্রজন্ম উত্তরকালে
আমাকে এভাবেই মনে রাখবে
তার বলবে , সেই সময় সত্য কথা বলাকেই
সাহস বলা হত।যারা সত্য বলত তারাই ছিল সাহসী "